বিকাশের আত্মসাৎ হওয়া ৭ লাখ টাকা পেয়ে খুশি ভুক্তভোগী কৃতজ্ঞতা জানান লক্ষ্মীপুর পুলিশকে

নাজিম উদ্দিন রানা ঃগত ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টার সময় নোয়াখালী জেলাধীন সুধারাম থানার ধন্যপুর সাকিনের জনৈক ফিরোজ আলম (৩৩) পিতা-নাদেরুজ্জামান, মাতা-নাজমা আক্তার তার কাসেম বাজার অবস্থিত অন্তরা টেলিকম বিকাশ দোকান হইতে ০৭ (সাত) লক্ষ টাকা আত্মসাৎ করার উদ্দেশ্যে চন্দ্রগঞ্জ থানাধীন ১৮নং কুশাখালী ইউপি ছিলাদী সাকিনের তিনজন লোক ব্যাগসহ চুরি করে নিয়ে যাই।

পরবর্তীতে গত ০২ মার্চে ফিরোজ আলম বাদী হইয়ে পুলিশ সুপার লক্ষ্মীপুর বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করে লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ্জামান আশরাফ এর নিকট, পুলিশ সুপারের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা ও অফিসার ইনচার্জ জনাব মোঃ সাহাদাত হোসেন টিটো এর সার্বিক তত্ত্বাবধানে এসআই/ জনাব মোঃ দুলাল মিয়া, এএসআই/ মোঃ নাজির হোসেন ও সঙ্গীয় ফোর্সদের ৯৬ ঘন্টার অভিযানের প্রচেষ্টায় ছিলাদী এলাকায় অভিযান পরিচালনা করে আত্মসাৎ হওয়া নগদ ৭,০০,০০০/-টাকা উদ্ধার করে।

৫ মার্চ তারিখে উদ্ধারকৃত ৭,০০,০০০/- (সাত) লক্ষ টাকা প্রকৃত মালিক মোঃ ফিরোজ আলম কে তার টাকা গুলো বুঝিয়ে দেন মোঃ মাহফুজ্জামান আশরাফ, পুলিশ সুপার।

বাদী মোঃ ফিরোজ আলম তার বিকাশের আত্মসাৎ হওয়া টাকা ফিরে পেয়ে তিনি লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *