মানুষকে স্বস্তির জীবন দিয়েছে আওয়ামী লীগ সরকার : হুইপ স্বপন

মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। আমরা তার বাইরে নয়। এটি বাস্তবতা। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় প্রত্যেকটা জিনিষ-পত্রের দাম বেড়েছে।

তারপরও বাংলার মহান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মানুষকে একটা স্বস্তির জীবন দিয়েছে। ’
জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের সমাপনি দিন শনিবার দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের উদ্দেশ্যে হুইপ স্বপন বলেন, ‘বঙ্গবন্ধু শিক্ষার জন্য যতটা করেছেন এতটা আর কেউ করেনি। তিনি আট মিলিয়ন ডলার সম্পদ নিয়ে এক হাজার কোটি টাকার নিচে বাজেট দিয়ে দেশের ৩০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করেছেন।

তার মেয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলমের এক খোঁচায় ২৬ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন। অথচ বঙ্গবন্ধুর মৃত্যুর পর ২১ বছরে যারা ক্ষমতা দখল করে ছিলেন তারা সরকারি করেছেন মাত্র ৯শ স্কুল। ’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটসহ ক্ষেতলাল, কালাই, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসাররা।

শিক্ষার মানোন্নয়নে অনুষ্ঠানে তিন উপজেলার তিন হাজার শিক্ষক অংশ নেন।

শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার বিষয়ে করণীয় সম্পর্কে শিক্ষকদের নানা প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *