জোয়ারিয়ানালাতে এমইউপি সদস্য জলিলের সহয়তায় জোরপূর্বক বাল্য বিবাহ সম্পন্নের অভিযোগ

কাওসার উদ্দিন শরীফ।

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা শেখ হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক স্থানীয় এমইউপি সদস্য আব্দু জলিলের সহয়তায় বাল্য বিবাহ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার ৩নে মার্চ দুপুরে বর্ণিত ইউনিয়নের নন্দাখালী এলাকার ছাত্রীর বসত বাড়ীতে এমইউপি সদস্য আব্দু জলিল উপস্থিত হয়ে বরযাত্রীদের বরণ করে নবম শ্রেণির ছাত্রীকে বরের হাতে হাতে তুলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

জানা যায়, বর্ণিত ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের এমইপি সদস্য আব্দু জলিল ইতিমধ্যে এলাকায় কয়েকটি বাল্যবিবাহ প্রতিরোধের বদলে মোটা অংকের অর্থে বাল্যবিবাহ সম্পন্ন করেন।

ছাত্রীর কান্নাকাটি দেখে এ বাল্যবিবাহ প্রতিরোধ করার লক্ষ্যে রামু উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করলেও উপজেলার প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে কোন পদেক্ষেপ নেননি বলে জানিয়েছেন শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসাইন।

অভিযোগের বিষয় জানতে স্থানীয় এমইউপি সদস্য আব্দু জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে বলেন,মাসিক আইন শৃংখলা বাহিনীর মিটিংয়ে বাল্যবিবাহ প্রতিরোধের বিষয় আমাদের অবগত করেন।বাল্যবিবাহর দিন বিকাল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে ৪ টার দিকে ঘটনার স্থালে পৌঁছে দেখি বর যাত্রী বউ নিয়ে যাচ্ছে। বাল্যবিবাহ বন্ধের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রীর পিতা মাতা অপরাধ করছে আমার দোষ থাকলে আমি শান্তি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিচিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *