January 15, 2025, 5:13 am
মো. সেলিম মিয়া ময়মনসিংহ (ফুলবাড়ীয়া) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বসত ঘরে আগুন লেগে সাইদুল ইসলাম নামে ২৬ বছরের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২মার্চ) ভোর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের উরফা (আটানি মোড়) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম ওই গ্রামের চান মিয়ার ছেলে । তার ৭ বছরের সাদিয়া নামের এক কন্যা সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, রাতে সাইদুল ইসলাম ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তার ঘরে আগুন লাগে। এতে তার টিনের বেড়া ও টিনের ছাউনি তৈরি ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার জানান, ঘটনার ভোর রাতে কখন কীভাবে আগুন লেগেছে তা কেউ বলতে পারছে না। স্থানীয়রা টের পেয়ে আগুন নিয়ন্ত্রনে আনতেই, বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। একই সঙ্গে কৃষক সাইদুল ইসলামও পুড়ে প্রায় কয়লা হয়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) হযরত আলী জানান, আমরা উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষয়ক্ষতি নিরূপন করে। পুড়ে যাওয়া কঙ্কাল উদ্ধার করে ফুলবাড়ীয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করি। ঘরে বিদ্যুৎ সংযোগ ও গ্যাসের সিলিন্ডার বোতল ছিল। তবে প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাত নির্ণয় করা সম্ভব হয়নি।
মো. সেলিম মিয়া
ময়মনসিংহ ফুলবাড়িয়া প্রতিনিধি।