বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পাইকগাছায় ন্যাশনাল হ্যাচারীতে অগ্নিকান্ড

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে খুলনার পাইকগাছায় ন্যাশনাল বাগদা পোনা হ্যাচারীর কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বুধবার (০১ মার্চ) দুপুরে
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উক্ত আগুনের সূত্রপাত ঘটে বলে হ্যাচারী
মালিক মো: শামিম হোসেন নিশ্চিত করেছেন। এসময় দুটি তেলের ব্রয়লার, দুটি ঘর, আসবাবপত্রসহ হ্যাচারীর কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিষ পুড়ে যায়।
হ্যাচারী মালিক শামিম জানান, বুধবার দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট
থেকে আগুনের সূত্রপাত হয়ে বাগদার পোনার অক্রিজেন সরবরাহের কাজে ব্যবহৃত দুটি তেলের ব্রয়লারে আগুন লাগে। এসময় ট্যাংকিতে থাকা প্রায় সাড়ে তিন কোটি বাগদার পোনা অক্রিজেন ফেল করে বলেও দাবি করেন তিনি। তবে ঠিক কি পরিমাণ পোনার ক্ষতি হয়েছে এ রিপোর্ট প্রকাশের আগে তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তবে হ্যাচারীর দুটি ঘর , আসবাবপত্র সহ পোনা প্রস্তুতের কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিষ পুড়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ঘটনার পর তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ায় সার্ভিসে খবর দেওয়া হলেও টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দু ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *