পঞ্চগড়ে কাদিয়ানী জালসা বন্ধের দাবিতে অবরোধ, সড়কেই নামাজ আদায়

মো: বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের বার্ষিক সালানা জালসা বন্ধসহ তাদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে মহাসড়ক অবরোধ দিয়ে আন্দোলনে নামেন মুসল্লীরা। যোহরের আযান হলে সেখানেই নামাজ আদায় করেন তারা।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌড়ঙ্গী মোড় এলাকায় মহাসড়ক অবরোধ দিয়ে নামাজ আদায় করতে দেখা যায় তাদের।
এর আগে, সকাল ১১ টার দিকে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ শুরু করেন তারা, চলে বিকেল ৪টা পর্যন্ত। এদিকে, মহাসড়ক দখল করে বিক্ষোভ করায় সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ থাকে প্রায় ৫ ঘন্টা।
পঞ্চগড় কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আব্দুল করিম বলেন, আমাদের শেষ নবীকে অস্বীকার করে অন্য কাউকে নবী মেনে কেউ মুসলিম দাবি করতে পারেনা। কাদিয়ানীরা গোলাম আহমদকে নবী মনে করে, তারা কাফোর। ইসলামের নামে তাদের কোন জালসা আয়োজন ধর্মপ্রাণ মুসল্লিরা মেনে নিতে পারেনা।
হাফেজ মীর মোর্শেদ তুহিন বলেন, আমাদের আন্দোলন কোন ভিন্নধর্মীদের বিরুদ্ধে নয়। তবে যারা শেষ নবীকে অস্বীকার করে নিজেদের মুসলিম দাবি করে তাদেরকে প্রতিহত করা ঈমানি দায়িত্ব। এই কাদিয়ানীরা প্রতিবছর জালসা করে অসংখ্য মানুষের ঈমান নষ্ট করে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের দিকে ধাবিত করছে।
এদিকে, বিকেল ৩টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম এসে আন্দোলন কারীদের সঙ্গে কথা বলেন। আগামীতে পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামায়াতের সালানা জালসা হবেনা বলে আশ্বাস দেন তিনি। পরে মুসল্লিরা বিক্ষোভ থেকে সরে যান।
উল্লেখ্য, প্রতিবছরের মত এবারও পঞ্চগড়ের আহমদ নগরে সালানা জালসার আয়োজন করেছে আহমদিয়া মুসলিম জামায়াত। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে তারা। তিন দিনব্যাপী এই জালসা আগামীকাল (৩ মার্চ) থেকে শুরু হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *