January 15, 2025, 8:08 am
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের তিনটি ইউনিয়নে
(ইউপি) ভালনারেবল উইমেন বেনেফিট ‘ভিডাব্লিউবি'(দুঃস্থ মাতা) কর্মসূচির নতুন উপকারভোগীর তালিকা প্রণয়ন ও কার্ড বিতরণ করা হয়েছে। এদিন তালন্দ ইউপিতে ২০০ জন, পাঁচন্দর ইউপিতে ৪৭১ জন ও বাধাইড় ইউপিতে ৩২৩ জন নতুন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়েছে।
জানা গেছে, ২ মার্চ বৃহস্প্রতিবার ২০২৩-২৪ অর্থবছরের ভিডাব্লিউবি কার্ড বিতরণ উপলক্ষে পাঁচন্দর ইউপি চত্ত্বরে আলোচনা সভা আয়োজন করা হয়। ইউপি আওয়ামী লীগের উদ্যোগে এবং ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল মতিনের সভাপতিত্বে ইউপি ভবন চত্ত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা-ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি রাম কমল সাহা,বিশিষ্ট সমাজ সেবক আবুল বাসার সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রামিল হাসান সুইট ও জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্পাদক ইঞ্জিনিয়ার মাহাবুর রহমান মাহামপ্রমুখ।