রংপুর রিজনে বিকাশ লি: এর শ্রেষ্ট ডিসট্রিবিউটর মাহবুবুজ্জামান আহমেদ

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।

ব্যবসারমান উন্নত করার লক্ষ্যে রংপুর বিভাগের শ্রেষ্ঠ ডিসট্রিবিউটর নির্বাচিত হয়েছেন রংপুর বিভাগের তিনবারের শ্রেষ্ট ও ২ বারের সফল উপজেলা চেয়ারম্যান মাহাবুবুজ্জান আহমেদ।

কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, জীবনের সবটুকু সময়ই বিনিয়োগ করেছেন আওয়ামী রাজনীতির পেছনে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্কুলজীবনে ছাত্রলীগের পতাকাতলে আশ্রয় নেন। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখেন, দেখান মানুষকে। মানুষকে নিজের দেখানো স্বপ্ন পূরণ করাই ফের তার স্বপ্ন হয়ে দাঁড়ায়। তারুণ্যদীপ্ত মাহবুবুজ্জামান আহমেদ, নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে। তিনি সর্বদা মানুষের সেবা করে চলছেন।

তবে এ জননেতা এবার মানুষের সেবা করার লালিত স্বপ্ন পূরণের জন্য, ব্যবসা কে মডেল রুপে গড়ে তুলতে লড়তে প্রস্তুত বলে জানিয়েছেন। তিনি আরো বললেন তার স্বপ্নের কথা, আশার কথা, ভালোবাসার কথা। মানুষের প্রতি দরদ আর প্রেমের কথা। বললেন আধুনিক ব্যবসা গড়ে তোলার স্বপ্নের কথা।

এবার মানুষ কে ভালোবাসা দিয়ে একটি আধুনিক ব্যবসা উপহার দেওয়ার স্বপ্নে বিভোর। ‘একটি আধুনিক ব্যবসা উপহার দেওয়ার জন্য যা কিছু করতে হয়, সব করব। রিজনে বিকাশ লি: ডিসট্রিবিউটর সকল উন্নয়ন কর্মকান্ড স্বচ্ছতার সহিত মানুষের নিকট পৌঁছে দিতে চাই। মানুষ যেমন স্বপ্ন দেখেন রিজনে বিকাশ লি: ডিসট্রিবিউটর নিয়ে, ঠিক তাদের স্বপ্নের মতো করে সাজাব এ ব্যবসাকে।

হাসমত উল্লাহ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *