মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দি‌য়ে জাতীয় বীমা দিবস অনুষ্ঠিত

মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ প্রতিনিধি :

আমার জীবন আমার সম্পদ বীমা করলে থাকবে নিরাপদ এবারের জাতীয় বীমা দিবসের প্রতিপাদ্য স্লোগান কে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে জাতীয় বীমা দিবস উদাযপন অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ বুধবার মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার উপসচিব মোহাম্মদ এনামুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল খান্দার খাইরুল ইসলাম বিপিএম পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ আল জোনায়েদ।

র‌্যালীটি মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কার্যালয় থেকে পতাকা একাত্তর হয়ে শিল্পকলা এসে শেষ হয়। এ সময় বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের ব্যানারে ‍র‍্যালীতে অংশগ্রহণ করেন শতাধিক বীমা কর্মী, কর্মরত ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এছাড়াও আলোচনা শেষে বাংলাদেশ ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত বীমা পেশাজীবী পরিবারের সন্তানদের মাঝে কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা প্রদান করা হয় ও ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বীমা গ্রাহক মরহুম আনোয়ার হোসেনের মৃত্যু দাবির ৬ লক্ষ ৫২ হাজার টাকার চেক প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *