মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিঃ কার্যালয় উদ্বোধন

রিপন ওঝা, মহালছড়ি

জেলার মহালছড়িতে আজ ১লা মার্চ রোজ বুধবার অস্থায়ী ভাবে ২৪মাঈল নামক স্থানে মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (রেজিঃনং-৪৭/২২) এর অফিস ঘর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া।

উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগ ও ১নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড (রেজিঃনং-৪৭/২২) এর সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট কল্যাণ তহবিলে নগদ অর্থ সহায়তা করেন।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোকন মিয়া এবং সভাপতিত্ব করছেন মহালছড়ি ট্রাক ও মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ সাইদুর রহমান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *