মহালছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মহালছড়িতে পহেলা মার্চ রোজ বুধবার উপজেলা পরিষদের সামনে “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবো নিরাপদ” প্রতিপাদ্যে অনাড়ম্বরভাবে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
মহালছড়িতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ও ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড মহালছড়ি উপজেলা শাখা কর্তৃক নিজ নিজ সাংগঠনিক অফিস হতে র্যালী বের হয়ে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয় এবং উক্ত স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায় ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে মোঃ শাহাদুল মিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের পক্ষে ব্যবস্থাপক জনাবা মোর্শেদা আক্তার ও ক্যাশিয়ার রিপন ওঝা বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময়ে মোর্শেদা আক্তার বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তাঁর এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্বরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ওই বছরের ১ মার্চ প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয় এবং এরই ধারাবাহিকতায় প্রতিবছর ১ মার্চ এ দিবসটি পালিত হয়। তবে দুঃখের বিষয় যে, এ পহেলা মার্চ জাতীয় বীমা দিবস সরকার কর্তৃক ”ক” শ্রেণির দিবস ঘোষণা পেলেও পালনে রয়েছে যথেষ্ট যেমন তেমন অবস্থা।
Leave a Reply