August 31, 2025, 7:00 pm
ষ্টাফ রিপোর্টার
ময়মনসিংহের সদর উপজেলার চর ইশ্বরদিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে,মঙ্গলবার বিকেলে বিএনপি জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর ইশ্বরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোর্শেদ আলম জাহাঙ্গীর। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক রাশেদুজ্জামান রুমান সহ অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
এ সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করে বক্তারা বলেন, বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকাতে আমরা যুবলীগ মাঠে আছি এবং থাকবো। এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে এইচ এম ফারুক বলেন, আগামী ১১ মার্চ জননেত্রী শেখ হাসিনা র জনসভা কে সফল করতে হবে। সেই লক্ষে সংগঠনের সকলকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগ শান্তি চাই, সংঘাত নয়, আপনারা(বিএনপি) আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করবেন, আমরা( যুবলীগ) সেটা বরদাস্ত করবো না।জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবো। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই স্বাধীনতা বিরোধীরা ওঠে পড়ে লেগেছে। বিএনপি-জামাত সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন- বিশ্বব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বী মূল্য বৃদ্ধি পাচ্ছে এটা শুধু আমাদের দেশে নয়,বিশ্বের প্রায় সব দেশেই। তাই কোন প্রকার গুজবে কান না দেওয়ার আহবান জানান এইচ এম ফারুক।