January 3, 2025, 4:59 am
ষ্টাফ রিপোর্টারঃ
ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দলের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন দলের দুঃসময়ের রাজপথ যোদ্ধা,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাঁঠাল ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবুল হোসেন রকি
মঙ্গলবার (২৮শে ফেব্রুয়ারী) এিশাল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি । এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম শামসুদ্দিন, সাধারন সম্পাদক ইকবাল হোসেন,উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র সংগ্রহ করায় কাঁঠালের তৃর্ণমুল নেতাকর্মীরা তাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। এসময় সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন আওয়াী লীগ নেতা আবুল হোসেন রকি।