মালদ্বীপে যুবলীগের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

মোঃ আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে ঃ- মালদ্বীপের রাজধানী গ্রান্ড ভিউ রেস্তোরাঁয় যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় সোমবার (২৭ ফেব্রুয়ারি) ২০২৩ মোহাম্মদ ফারুক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্ন আহবায়ক মালদ্বীপ আওয়ামী যুবলীগ মোহাম্মদ রাসেল আহমেদ সাগর । পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোঃ সুমন। উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী যুগ্ন-আহবায়ক আওয়ামী যুবলীগ মোস্তফা কামাল জিশান, বিশিষ্ট ব্যবসায়ী ও মালদ্বীপ যুবলীগ নেতা মোহাম্মদ সামিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মীর হোসেন, অনুষ্ঠানের সূচনা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্টানে বক্তৃতারা তাদের বক্তব্যয় বঙ্গবন্ধুর আত্মাত্যাগের তাতপর্য তুলে ধরেন,এবং ভাষা আন্দোলনে শহিদ হওয়া সকলের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ
কবির, মোঃ সজিব, মোঃ ফারুক, মোঃ আউয়াল,মোঃ নাচির, মোঃ মনির,মোঃ জয়নাল হাজারী প্রমুখ।

উল্লেখ্য প্রধান অতিথি তাঁর মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন, তিনি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে স্মরন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর ভাষা সৈনিকদের। তিনি মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাভাষার মর্যাদা বৃদ্ধি এবং মাতৃভাষা সংরক্ষণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। ২১শের চেতনাকে ধারন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একযোগে কাজ করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ অংশগ্রহণে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *