January 15, 2025, 8:26 am
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
পীরগঞ্জ সরকারী কলেজের কর্মচারী কলেজ গেটের সামনে ট্রাক্টর ট্রলির ধাক্কায় সুজন আহমেদ (২৬) নামে সরকারি কলেজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
জানাযায়,তারই এক প্রতিবাদে ও কলেজ রোডে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্রছাত্রী শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। সোমবার
সকালে কলেজের প্রধান ফটকের সামনে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গত রবিবার সন্ধ্যায় পীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে একটি দ্রæতগামী ট্রাক্টরের ধাক্কায় সরকারি কলেজে কম্পিউটার অপারেটর সুজন আহমেদের মৃত্যু হয়। এর প্রতিবাদে এবং সেই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করা হয়।
এ মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন,সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃআব্দুল মতিন,কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজু,সাধারণ সম্পাদক হাসিনুর রহমান প্রমূখ।
সে সময়,উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে দাবী বাস্তবায়নের আশস দেন।
উল্লেখ,পীরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে যানবাহন আটক করে টোল আদায় করা হয় এবং কলেজ রোড দিয়ে ভারী যানবাহন চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।তই দূর্ঘনা এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।