মুন্সীগঞ্জে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোর্টে মামলা

লিটন মাহমুদ,
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ও পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভূগি জাহাঙ্গীর হোসেন কামাল(৫২)বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে (২৪ ফেব্রুয়ারী) সদর থানায় লিখিত সাধারণ ডায়রী করেছেন।
অভিযোগে ও ভুক্তভুগি পরিবার সূত্রে জানাগেছে, আসামী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পাভেলে ও সালামত খানের সাথে ভুক্তভুগি জাহাঙ্গীর কামাল হোসেন এর দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল । সেই বিরোধকে কেন্দ্র করে (গত ২৪ ফেব্রুয়ারি) অন্যায়ভাবে বাড়ী সামনে রাস্তার গালিগালাজ করে প্রতিপক্ষ পাভেল ও সালামত খান। এসময় জাহাঙ্গীর হোসেন কামাল প্রতিবাদ করলে । তাদের ভাড়াটে সন্ত্রাসীরা এলোপাথারী মারধর করে জাহাঙ্গীর হোসেন কামালসহ ৫ জনকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে এঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দায়ের চেষ্টা করে ব্যর্থহন ভুক্তভুগি জাহাঙ্গির হোসেন কামাল। পরে থানায় একটি সাধারণ ডায়রী করে । গত (২৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-১ এ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেলসহ ৫ জনের নাম উল্লেখ্য করে একটি মামলা দায়ের করেন আহত জাহাঙ্গির হোসেন কামাল এর চাচাত ভাই আব্দুল সামাদ ।
এই বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পাভেল অভিযোগ অস্বীকার করে বলেন, জমি জমা নিয়ে সালিশ মিমাংসার মাধ্যমে আপোষ মিমাংসা করা হয়। একটি পক্ষ আমাকে হেয় করার লক্ষ্যে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
মামলা না নেয়ার বিষয়টি অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মারামারির ঘটনায় একটি সাধারণ ডায়রী পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *