মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত আগৈলঝাড়ায়

বি এম মনির হোসেনঃ-

বর্নাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেন, সকল শহীদদের স্মরণে নীরবতা পালন শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বর্ষিকীতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। আওয়ামী লীগ নেতা সবুজ আকনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বক্তিয়ার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, সহ-সভাপতি আভা মূখার্জি, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাহমিদা ইলিয়াস সহ প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *