নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল খামারের ১৬ দিন বয়সি ১২০০ মুরগি

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল
খামারের ১৬ দিন বয়সি ১২০০ মুরগি। নড়াইলে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে ইউপি সদস্য রাজিব খানের খামারে ১৬ দিন বয়সি ১২শ মুরগি পুড়ে গেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে বাড়ির অদূরে খামারে এ দুর্ঘটনা ঘটে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজিব খান ওই গ্রামের আজম খানের ছেলে।
ভুক্তভোগী রাজিবের বাবা আজম খান জানান, রাত ৩টার দিকে বৃষ্টি নামলে জ্বালানি উঠিয়ে ঘরে গেলে কুকুর ডাকাডাকির পাশাপাশি ফট ফট শব্দ শুনতে পাই। তখন জানালা খুলে দেখি বাড়ির পূর্বপাশে আমাদের মুরগির খামারে আগুন জ্বলছে। অতঃপর চিৎকার দিয়ে বাইরে এসে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সব পুড়ে শেষ। আমার ছেলে বউ রানী বেগম অজ্ঞাত ৩-৪ জনকে উত্তর দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে জানায়। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
প্রতিবেশী লাবনী চৌধুরী জানান, রাত ৩টার দিকে টিন পোঁড়ার শব্দে এসে দেখি গাছের ওপরে আগুন উঠে গেছে।
ভুক্তভোগী খামারের মালিক ইউপি সদস্য রাজিব খান বলেন, আমি বড়দিয়া ভাড়া বাসায় থাকি। রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার ৮০ হাত দৈর্ঘের ঘরসহ ১২শ মুরগি সব পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ওসি সুকান্ত সাহা বলেন, আগুনে মুরগিসহ ঘর পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *