স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নূরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, উন্নয়নের জন্যে প্রয়োজন যথাযথ পরিকল্পনা প্রণয়ন। সঠিক পরিকল্পনা প্রণয়নে গুণগতমানের পারিসাংখ্যিক তথ্যের কোন বিকল্প নেই। তাই পরিসংখ্যান ব্যবস্থায় উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যের ভিত্তিতে দেশের পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন ও অগ্রগতি পর্যবেক্ষণে সঠিক, সময়োপযোগী এবং মানসম্মত পরিসংখ্যান প্রস্তুত করা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর দায়িত্ব। তাঁরা জনশুমারি, কৃষিশুমারি, অর্থনৈতিক শুমারিসহ বিভিন্ন ধরনের সার্ভে পরিচালনা করে থাকেন, হালনাগাদ তথ্য প্রস্তুতে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কাজ করছে বলে জানান। এদিকে, এই দিবস উপলক্ষ্যে সকাল ১১ টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনার মধ্যে দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা কাজী মনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা মনিশ চন্দ্র চৌধুরী চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ
Leave a Reply