একটি সমৃদ্ধশালী জাতি গঠনে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই – পোড়াবাড়ীতে চেয়ারম্যান কদ্দুস মন্ডল

ষ্টাফ রিপোর্টারঃ
‘একটি সমৃদ্ধশালী জাতি গঠনে ক্রীড়ার ভূমিকা অনন্য। যে জাতি যত বেশি ক্রীড়াপ্রেমী হয় সেই জাতি তত বেশি শিক্ষিত এবং তত বেশি উন্নত হয়। উন্নত বিশ্বের বিভিন্ন দেশগুলোর দিকে তাকালে দেখা যায়, যে দেশগুলো যত বেশি উন্নত তাদের খেলাধুলার মানটাও তত বেশি উন্নত হয়। খেলাধুলার সাথে সংশ্লিষ্টরা মানসিকভাবে দৃঢ় শক্তির হয় এবং তাদের আচার ব্যবহারও মার্জিত হয়।’

সোমবার (২৭শে ফেব্রুয়ারী) সকালে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারের সুনাম ধন্য প্রতিষ্ঠান হলি চাইল্ড প্রি- ক্যাডেট স্কুলের ১৯ তম বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল কদ্দুস মন্ডল।

হলি চাইল্ড প্রি- ক্যাডেট স্কুলের প্রতিযোগিতার
আয়োজনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মাদক আর বিভিন্ন অনৈতিক কার্যকলাপ থেকে দুরে রাখতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতে যাতে আরও বড় পরিসরে এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা যায় এবং খেলাধুলাকে এগিয়ে নেয়ার লক্ষ্য সে ব্যাপারে আমার পক্ষ থেকেও সার্বিক সহযোগীতা করা হবে।

হলি চাইল্ড প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতানুষ্ঠানে অন্যান্যদের মাঝে স্থানীয় রাজনৈতিক,সামাজি ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ।

পরে খেলায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আব্দুল কদ্দুস মন্ডল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *