বিএনপি নির্বাচনে না আসলে আমরা কাঁদবো তা হবে না-মতিয়া চৌধুরী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে আসলে খুশি হবো আর না আসলে আমরা কাঁদবো তা হবে না। আমাদের শাসনতন্ত্রে কোথাও লেখা নেই কোন দল নির্বাচনে না আসলে নির্বাচন গ্রহনযোগ্য হবে না। নির্বাচন হলো অংশগ্রহনমূলক, অনেক দল আছে, তারা অংশগ্রহন করবে বলে আমরা বিশ্বাস করি।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপনেতা আরো বলেন, এই সংসদ এমন কোন ভূল কাজ করেনি বা গণবিরেধী কাজ করেনি যে সংসদীয় ব্যবস্থাই বাতিল করতে হবে। এধরনের কোন সিদ্ধান্ত জনগনও নেয়নি, আমাদের আইনে নেই, শাসনতন্ত্রেও নেই।

তিনি আরো বলেন, কৃষি ক্ষেত্রে ভর্তুকি ইতিমধ্যে দেয়া আছে। এত ভর্তুকি পৃথিবীর কয়টি দেশে আছে। তা পর্যালোচনা করে দেখতে হবে, পৃথিবীর কয়টা দেশে কি কি হারে ভর্তুকি দেযা হয়। এ বিষয়ে কাগজপত্র বিশ্লেষণ করে প্রতিবেদন প্রচারের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান তিনি।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী এমপি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *