January 15, 2025, 5:24 am
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি|| বাগেরহাটের রামপালে শ্রীফলতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৬১ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি আরাফাত হোসেন কচি’র সভাপতিত্বে শনিবার বিকাল সাড়ে ৫ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মাধ্য দিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশন এর মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ( গ্রেড-১) ডক্টর আ. মান্নান শিকদার। অন্যান্যের মধ্যে পড়ে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, মেজর অব. মো. মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য মো. মনির আহমেদ প্রিন্স, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সদস্য লায়লা সুলতানা প্রমুখ। এ সময় ২৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ডক্টর আ. মান্নান শিকদার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। প্রধান অতিথির বক্তব্যে খুলনা সবুর করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, শিক্ষকদের পাঠদানে আরও বেশি আন্তরিক হতে হবে। আমাদের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার চর্চা করতে হবে।#