January 15, 2025, 5:35 am
ডেস্ক রিপোর্ট।
আজ বরগুনার বেতাগী ও বামনা উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুটি পৃথক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বেতাগী ও বামনা উপজেলা যুবলীগের আয়োজনে অনুষ্ঠিত এ দুটি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব সুভাষ চন্দ্র হাওলাদার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মাজহারুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল কবির এ্যাটম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ।
বিএনপি – জামাতের অশুভ নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতি রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে বক্তারা যুব সমাজ তথা দেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান।