January 15, 2025, 11:35 am
মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধিঃ
“স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের ব্যবস্থাপনায় ২৫ ফেব্রæয়ারি গতকাল শনিবার দিনব্যাপী প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকারি ফুলবাড়িয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণি সম্পদ প্রদর্শনী’ বাস্তবায়ন কমিটি সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম প্রাণি সম্পদ প্রদর্শনী-২৩ এর অনুষ্ঠানে অংশ নেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসাইন প্রমূখ। প্রাণি সম্পদ প্রদর্শনী’ বাস্তবায়ন কমিটি সদস্য সচিব ও প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান স¦াগত বক্তব্য বলেন, এ প্রর্শনীতে ৫০টি স্টলে বিভিন্ন জাতের গরু ছাগল, ভেড়া, হাঁস মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শন করা। স্বাধীনের পর থেকে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি।