January 3, 2025, 3:40 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
গোপালগঞ্জে অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

গোপালগঞ্জে অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অবৈধ নির্বাচন বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের একাংশের নেতৃবৃন্দ।

আজ রোববার দুপুরে গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকার শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতৃবৃন্দ ও শ্রমিকেরা। মিছিলটি জেলা শেহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রসাশক কার্যালয়ের সমানে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনের সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করে।

মানবন্ধনে গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ, সাধারণ সম্পদক কাজী শরিফুল ইসলাম রনি, সহ-সভাপতি মিশকাত, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মোল্লা, শ্রমিক নেতা ইলিয়াছ হাওলাদারসহ অনেকে বক্তব্য রাখেন।

সাধারণ সম্পদক কাজী শরিফুল ইসলাম রনি বলেন, , তৎকালীন নির্বাচিত কমিটি ২০১৯-২০২২ ত্রি-বার্ষিক নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলে তাতে ৪২৫৫ ভোটার ছিল। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার ২০২২-২৫ ত্রি-বার্ষিক নির্বাচন করার জন্য ২৩০১ জন ভোটার চূড়ান্ত করে, যা পূর্বের ভোটারের থেকে ১৯৫৪ ভোট কম। অর্থাৎ এই নির্বাচন কমিশনার অবৈধ। বাদ পরা ভোটারদের ভোটার অধিকার ফিরিয়ে দিয়ে সুষ্টু নির্বাচনের দাবী জানান তিনি।

গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাসু শেখ বলেন, আগামী ০৪ মার্চ গোপালগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশনের মেয়াদ ৩ মাসের অধিক সময় পার হয়ে গেছে। তাই মটর যান শ্রম আইনে এই নির্বাচন কমিশন অবৈধ। মটর যান আইনে নির্বাচন কমিশনের ভোটার সংখ্যা বাড়ানো বা কমানোর কোন অধিকার নেই। #

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD