মিলন মিয়া ক্ষেতলাল উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
“স্মার্ট লাইভস্টক, র্স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ ফেব্রুয়ারী প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহয়োগীতায়, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে, উপজেলা শহীদমিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) ডা. সাগরিকা কার্জ্জী।
উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. মোঃ আরশাদ চৌধুরীর। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুর হাসান, ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, নুরুন নাহার গুন্নাহ, পৌর মেয়র সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধ মোফাজ্জল হোসেন, সফল খামারী রেহেনা পারভীন প্রমুখ।
দিন ব্যাপী এ প্রদর্শনীতে ৩০ টি স্টলে এলাকার খামারীরা তাদের খামারে ব্যবহিত ডিজিটাল যন্ত্রপাতি ও উন্নতজাতের পশু পাখি প্রদর্শন করেন।

Leave a Reply