January 15, 2025, 7:19 am
নিজস্ব প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় সুজন আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় সরকারি কলেজে মূল ফটকের সামনে এ দূর্ঘটনা ঘটে। সুজন আহমে উপজেলার বিরহলী গ্রামের মারজান আলীর ছেলে। তিনি পীরগঞ্জ সরকারি কলেজে কম্পিউটার অপারেটরের চাকুরী করতেন। পাশাপাশি অসহায় মানুষকে রক্ত সংগ্রহ করে দেওয়া সহ বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে আটটার দিকে অফিসের কাজ শেষ করে সুজন কলেজের গেটে দাঁড়িয়ে ছিল। এ সময় পীরগঞ্জ গামী মেসার্স এস এ ব্রিক্স ফিল্ড পরিবহন নামে একটি মহেন্দ্র ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।