January 2, 2025, 5:43 pm
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২৫ শে ফেব্রুয়ারি শনিবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনে দারুসসালাম আর্কেড মার্কেট, গণস্বাস্থ্য মিলনায়তনে জাপানের প্রথম বাংলা পত্রিকা বিবেক বার্তা ও বিবেক পাবলিকেশন্সের উদ্যোগে অমর একুশে বইমেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবি, লেখক ও সাংবাদিকদের সম্মাননা পদক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও মিডিয়া ব্যাক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেক মিডিয়ার কর্নধার পি আর প্ল্যাসিড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তর্কী, ল’ রিচার্স সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডঃ ফয়জুর রহমান চৌধুরী, সাপ্তাহিক প্রতিবেশী পত্রিকার সম্পাদক ফাদার বুলবুল আগস্টিন রিবেরু। এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ও লেখক-লেখিকা বৃন্দ।
অনুষ্ঠানে কবিতার বই প্রকাশের জন্য কবি রীতা আক্তার,প্রবন্ধ গ্রন্থ প্রকাশের জন্য ফাদার সাগর কোড়াইয়াকে, উপন্যাস গ্রন্থ প্রকাশের জন্য রেহানা উর্মিকে এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এম শিমুল খানকে সম্মাননা প্রদান করা হয়।
এ ছাড়াও বিবেক পরিবারকে সার্বিক সহযোগিতার জন্য আজম পাটোয়ারী, আব্দুল কাদের সিদ্দিকী রিপন, মিরাজ উদ্দীন ও নাজমিন আক্তারকে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা ও আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।