বাবুগঞ্জে সড়ক দুঃর্ঘটনায় মর্মান্তিক আহত আঃ লীগ নেতা ওয়াদুদ

বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের মৃত মজিদ শিকদারের পুত্র আ- লীগনেতা মো: ওয়াদুদ শিকদার -৪৬ সড়ক দু:র্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে স্হানীয় সুত্রে জানাগেছে।

আ- লিগ নেতা ওয়াদুদ শিকদার বলেন, গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সান্ধ্যার দিকে বাটাজোর থেকে মাহিন্দ্র গাড়ি যোগে নিজ গ্রামের বাড়ি জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে ফিরার পথে একই ইউনিয়নের চরউত্তর গ্রামের মো: সাখাওয়াত হোসেন খানের বাড়ির দরজার কবরস্থানের সংলগ্ন রাস্তার সাথে পুতে রাখা লোহার ভিমের সথে মাহিন্দ্র গাড়ির নিয়ন্ত্রন হারিয়ে উপচে পরে গুরুতর আহত হয়। এবং বাম পা ভেঙে যায় আ- লীগ নেতা ওয়াদুদ শিকদারের এমনটি জানিয়েছেন তিনি।

তার (ওয়াদুদ) সাথে থাকা স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তার অবস্থা আসংখ্য জনক দেখা দিলে কর্তব্য ডাক্তারের মরামর্শ ক্রমে উন্নত চিকিৎসা দিতে ওই রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন ওয়াদুদ শিকদার।

তিনি ওয়াদুদ) বলেন, রাস্তার সাথে পুতে রাখা লোহার ভিম জরুরী ভিত্তিতে উপচে ফেলা না হলে সড়ক দু:র্ঘঘটনায় তার মত অনেককেই পঙ্গুত্ব জীবন কাটাতে হতে পারে।

তাই অতি দ্রুত রাস্তায় পুতে রাখা লোহার ভিম তুলে ফেলতে প্রশাসনের সার্বিক সহোযোগিতা কামনা করছেন আ- লীগ নেতা ওয়াদুদ শিকদার

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *