সুনামগঞ্জের ধর্মপাশায় এন ইজি বুক অফ ইংলিশ গ্রামার বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দুপুরে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মকরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক ও বইটির লেখক মো.হাবিবুর রহমান লিটন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুর নূর, আসাদুজ্জামান, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর,জাসেদ ইকবাল প্রমুখ।
Leave a Reply