ধর্মপাশায় এন ইজি বুক অফ ইংলিশ গ্রামার বইয়ের মোড়ক উন্মোচন

সুনামগঞ্জের ধর্মপাশায় এন ইজি বুক অফ ইংলিশ গ্রামার বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দুপুরে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মকরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিন সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক ও বইটির লেখক মো.হাবিবুর রহমান লিটন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুর নূর, আসাদুজ্জামান, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর,জাসেদ ইকবাল প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *