মুরাদনগরে আগুনে তিনটি গরুসহ দোকান পুরে ছাই

মোঃতরিকুল ইসলাম তরুন,
কুমিল্লা থেকে,

কুমিল্লা মুরাদনগর উপজেলার ৯ নং কামাল্লা ইউনিয়নের কামাল্লা গ্রামের উত্তরপাড়া মৃত সুবহান মিয়ার ছেলে শহীদ মিয়ার ঘরে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে,
এতে
তিনটি গরুসহ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়,
এতে কৃষক শহীদ মিয়ার আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৮ লক্ষ টাকা।
ক্ষতিগ্রস্ত কৃষক শহিদ মিয়া বলেন যে,রাত প্রায় সাড়ে চারটার দিকে আগুন দেখে
পাশের ঘর থেকে বের হয়ে অনেক চেষ্টা করেছেও গরু গুলো উদ্ধার করাতে পারেননি, আমি কিস্তিতে লোন তুলে গরু গুলো কিনে ছিলাম, আমি এখন নিঃস্ব!
আমার বেচে থাকার অবলম্বন সব শেষ,
আগুন কি ভাবে লাগছে আমি কিছুই বলতে পারছিনা।
ভোর রাতে
মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি গরুসহ দোকানের মালামাল সব পুড়ে ছাই হয়ে যায়।
এলাকার জনপ্রতিনিধি ও সমাজকর্মী গণ
এ ক্ষতি গ্রস্ত পরিবারের পাশে
সহযোগিতার হাত বাড়িয়ে দিতে মুরাদনগরের উন্নয়নের রুপকার আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন( এফসিএ) মাননীয় এমপি মহোদয়সহ বিত্তবানদের এগি আসার অনুরোধ করেন,
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়লে কৈজুরী গ্রামের তরুণ সমাজ সেবক গোলাম জিলানী সকালে ই এসে কৃষক শহীদ মিয়ার হাতে নগদ অর্থ তুলে দিয়ে সহযোগিতা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *