August 31, 2025, 6:19 pm
মোঃলিটন মাহমুদ ঃ
আজ ২২শে ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩ঘটিকায় বাঘিয়া বাজার রানা শফিউল্লাহ মাঠে
বাঘিয়া বাজার জামে মসজিদ ও বাজার কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ।
বাঘিয়া বাজার জামে মসজিদের সভাপতি মোঃ
মোঃ খোকন মৃধা সভাপতিত্ব ও খতিব, বাঘিয়া বাজার জামে মসজিদের ইমাম
হযরত মাওলানা আতিকউল্লাহ সাহেব সঞ্চালনায় এবং বাঘিয়া বাজার জামে মসজিদ ও বাঘিয়া বাজার কমিটির আয়োজনে
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্হিত ছিলেন আনছারীখতিব, ইস্কাটন গার্ডেন জামে মসজিদ, ঢাকা। সভাপতি “জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ”, ঢাকা মহানগর মুফাস্সিরে কোরআন আলহাজ্ব হাফেজ মাওলানা মীর মোঃ শোয়াইব ।
বিশেষ বক্তা হিসাবে উপস্হিত ছিলেন ইমাম ও খতিব আইজী গেইট বাইতুস সালাম জামে মসজিদ ফরিদাবাদ, শ্যামপুর, ঢাকা সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ ফরাজী সাহেব,সেরাজাবাদ মাদরাসার শিক্ষা সচিব ও শাইখুল হাদীস, হযরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন সাহেব,বায়হাল তা’লিমুদ্দীন মাদ্রাসা মুহতামিম হযরত মাওলানা আবুল কালাম সাহেব ।