January 15, 2025, 5:09 am
কে এম সোহেব জুয়েল :- মহান একুশে ফেব্রুয়ারি আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নিয়ে বহু জল্পনা কল্পনা এবং লেখালেখির অবসান ঘটিয়ে সোমবার ২০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরনে এক রাতেই ইট বালু সিমেন্ট দিয়ে পাকা স্হাপনা (শহীদ মিনার) তৈরি করে ব্যাতিক্রম নজির সৃষ্টি সহ দুই যুগের অধিক সময়ের কলন্ক দুরিভিষন করেছেন বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো: এবায়দুল শাহিন ও কলেজ কর্তীপক্ষের লোকজন।এটাও ইতিহাসের এক অধ্যায় হিসাবে চীর স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন শিক্ষার্থীর অভিভাবক ও শুধি জন।
আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজিত অনুষ্ঠানের প্রথম প্রহরেই ভাষা শহীদের স্মরনে নতুনত্বের সৃষ্টিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরনে দীর্ঘ দিনের কাঙ্খিত শহীদ মিনারে ফুুল দিয়ে স্মরণ করে নুতন এক অধ্যায় সৃষ্টির মধ্যেই আত্মতৃপ্তির বোধ করেছেন ওই কলেজের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
এর ভিতর দিয়েই আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে পরবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেম ও ভাষা প্রেমে, উদ্ভুদ্ব করবে বলে এমন বিশ্বাস সচেতন মহলের লোকজনের।