January 3, 2025, 2:31 am
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
বিগত ০২/১১/১৯৯৩ ইং তারিখে পটিয়া সাব রেজিস্টারী অফিসে মরহুম হাজী মোহাম্মদ নূরুল হক সওদাগর, মরহুম হাজী মোহাম্মদ ইউসুফ সওদাগর, হাজী মোহাম্মদ ইউনুস সওদাগর, মোহাম্মদ আয়ুব ও হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন( জাফর) সর্বজন পিতা : মরহুম সোলতান আহমেদ। তাহাদের ক্রয়কৃত সম্পত্তি হইতে ৩৩.৫০ শতাংশ দান করা ভূমির উপর প্রতিষ্ঠিত চট্টগ্রামের পটিয়ায়
গুয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কতৃক আয়োজিত একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সকালে বিদ্যালয়ের
প্রাঙ্গনে নব নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে
বিদ্যালয়ের শ্রেণী কক্ষে সহকারী শিক্ষিকা সোমা তালুকদারের উপস্থাপনায় প্রধান শিক্ষক মাহমুদুল হকের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে স্কুল কমিটির সভাপতি হাজী আবদুল গনি সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন স্কুল কমিটির প্রধান উপদেষ্টা ও ভূমি দাতা হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন(জাফর)
বিশেষ অতিথি ছিলেন মোঃ আলী, আবু তালেব মেম্বার, হাজী মুন্সি মিয়া সওদাগর,আজিজুল হক, স্কুল কমিটির অন্যন্য সদস্যদের মধ্যে দ্বীপক নন্দী,বাবুল ভট্টাচার্য ,শিপ্রা দাশ, জেসমিন আক্তার ও বিদ্যালয়ের অনন্য শিক্ষক শিক্ষিকা,ছাত্র ছাত্রী ও অবিভাবকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভূমি দাতা মোঃ আয়ুব,ভূমি দাতা মরহুম হাজী নুরুল হক সওদাগর এর পুত্র মোঃ মনজুর আলম।
অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসের উপর বিশদ গুরুত্বপূর্ণ আলোচনা ছাড়া ও ভূমি দাতা জয়নাল আবেদীন জাফর ও স্কুল কমিটির সভাপতি জনাব আবদুল গনি সওদাগরের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রীদের মাঝে একটি করে স্কুল বেগ খাতা কলম বিতরণ করা হয়।
প্রধান অতিথি ও ভূমি দাতা হাজী মোহাম্মদ জয়নাল আবেদীন তাঁর বক্তব্যে বলেন দীর্ঘ ঊনত্রিশ বছর পর ভূমি দাতা হিসেবে আপনাদের মাঝে এই মহতী অনুস্টানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। এখন থেকে আমি আপনাদের সাথে বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নে এবং বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় সামিল হাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে পটিয়া উপজেলার মধ্যে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানে রুপান্তর করবো
ইনশাআল্লাহ।