আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর শ্রদ্ধাঞ্জলী ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রংপুর থেকে বিভাগীয় প্রধান আবু নাসের সিদ্দিক তুহিন। —

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের আয়োজনে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সহযোগিতায় গতকাল ২১ ফেব্রয়ারি রংপুর টাউন হল চত্বর শহীদ মিনারে পুষ্পার্ঘ্য শেষে সকাল থেকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনলাইন রেজিষ্ট্রেশনের উচ্চরক্তচাপ পরীক্ষা , ডায়াবেটিস টেস্ট , রক্তের গ্রুপ নির্ণয় হাইট, ওয়েট সহ চিকিৎসা পরামর্শ ও ফ্রি বই প্রদান করা হয়।
হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুর এর সিইও মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক ব্যাবস্থাপনায় চিকিৎসা পরামর্শ দেন প্রতিষ্ঠানের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মোঃ কাওছার আহমেদ, ডাঃ মোঃ মনির হোসেন মুরাদ, ডাঃ নিলুফা ইয়াসমিন।
এসময় উপস্থিত ছিলেন হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর এর উপদেষ্টা ডাঃ মোঃ মফিজুল ইসলাম মান্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ শাহ মোঃ সরওয়ার জাহান ক্যাম্পেইন সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, পাবলিক রিলেশন অফিসার আবু নাসের সিদ্দিক তুহিন, শরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য অধ্যাপক ডাঃ জাকির হোসেন প্রতিষ্ঠিত হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টার রংপুর ২০০৮ সাল থেকে উত্তরাঞ্চলের মানুষের মাঝে নিরব ঘাতকব্যাধি উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস নিয়ে চিকিৎসা ও গবেষণা কার্যক্রম চালিয়ে আসছেন, ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি সকলের দৃষ্টি কারতে সক্ষম হয়েছে, পুরস্কৃত হয়েছেন প্রতিষ্টিত বেশকটি বড় সেবামূলক সংগঠনের।
অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন পেয়েছেন চিকিৎসা সেবায় চিকিৎসা পদক, বাংলা একাডেমির চিকিৎসা ফেলোশিফ পদক।
প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান করেন প্রতিষ্ঠানটি। সরকারের সকল কর্মকান্ড ও বিভিন্ন জাতীয় দিবস পালন উপলক্ষে নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা প্রদান ও উঠান বৈঠক করে আসছেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে সহস্রাধীক রোগীর ফ্রি চেক-আপ ও চিকিৎসা পরামর্শ দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *