January 15, 2025, 9:46 am
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
২২ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদে এ সামজিক সম্প্রীতি সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃনাজির হোসেন এর সভাপতিত্বে ও শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্তসচিব খন্দকার মোকছেদুল করিম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু,বীরমুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ।
অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মজিদ,শ্রীনগর পাইলট হাইস্কুল এন্ড কলেজ এর অভিভাবক প্রতিনিধি মোঃ জিল্লুর রহমান,ইউপি সদস্য মোঃ হারুন,মোঃ সাদেক পাঠান,মোঃ রবিন হোসেন,মোঃআলী,রাজু সারেং,নুর এ আলম মিঠু,সংরক্ষিত নারী ইউপি সদস্য রহিমা বেগম,জাহানারা বেগম,রাশিদা বেগম প্রমূখ।