January 15, 2025, 1:49 pm
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের আলশিয়া গ্রামে সপ্তাহ ব্যাপী হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বী মানুষদের ঐতিহাসিক গোরক্ষ নাথের পুজা উপলক্ষে বিশাল মেলা চলছে।
জানা যায় গোরক্ষ নাথ মন্দির অতি প্রচীন মন্দির এ মন্দিরের মধ্যে রয়েছে শিব-পার্বতী মন্দির,বিষ্ণু মন্দির,কালী মন্দির,বিভিন্ন দেবদেবীর মূর্ত্তি ও পাথরের বিভিন্ন প্রতীক।এ মন্দিরে চত্বরে রয়েছে একটা অতি প্রাচীন কুপ যেখানে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী মানুষের তীর্থ স্নান করে মনের কামনা বাসনা পূর্ণের আশায়।আর সেই কুপের পানি দিয়ে স্নান করে বিভিন্ন পুজায় অংশ গ্রহণ করেন পূণার্থীরা।
এ মেলা শুরু হয় ১৭ই ফেব্রুয়ারী থেকে বর্তমান চলমান রয়েছে।মেলায় বিভিন্ন ধরনের হরেক রকমের দোকান পাট বসেছে। এসব দোকান পাট ঘুরে দেখছেন দর্শনার্থী ও পূন্যার্থীরা।কেউ কেনা কাটা করেন আর এমনি ঘুরে দেখেন।
গত ২১শে ফেব্রুয়ারী মেলায় গিয়ে এ সকল দৃশ্য দেখতে পাওয়া যায়।সে সময় পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়ের সাথে সাংবাদিকের কথা তিনি সাংবাদিক কে বলেন এটি অতি প্রাচীন মন্দির যা ২ বছর আগের পুরান মন্দির।এ মেলায় পরিদর্শনে আসেন ঠাকুরগাঁও-৩ আসেনর দ্বাদশ জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী সাংবাদিক পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি গীতি গমন চন্দ্র রায় গীতি।সে সময় গীতি গমন চন্দ্র রায় বলেন এ মেলায় আসার পথে প্রচন্ড ধুলোবালিতে শরীরের কাপড় চোপড় নোংরা হয়ে।তিনি রাস্তার সুব্যবস্থা ও পাকা করনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।এবং মন্দির উন্নয়নের জন্য শুভকামনা করেন।