January 15, 2025, 9:44 am
ষ্টাফ রিপোর্টারঃ
মহান ভাষা আন্দোলন আমাদের মাথা উঁচু করে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা জোগায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) ময়মনসিংহ মহানগর শাখার সদস্য সচিব, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্থ আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম। তিনি বলেন, বিশ্বের প্রতিটি মানুষের সব অধিকার সমুন্নত রাখার সংগ্রামে আজীবন উৎসাহ জোগাবে আমাদের মহান ভাষা আন্দোলন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা সৈনিকদের পুষ্পস্তবক অর্পণের পুর্বে ময়মনসিংহ সুন্দর মহলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এই মন্তব্য করেন। পরে তিনি রাত ১২টা ১মিনিটে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে নগরীর টাউন হল কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
মহানগর জাপার সদস্য সচিব বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে শোক, শ্রদ্ধা আর ভালোবাসার আখরে লেখা এক রক্তস্নাত স্মৃতিবহ দিন। তাৎপর্যময় এই দিনে ভাষা আন্দোলনে বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন । মহান এই দিনে দেশের প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাভাষীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের সব ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতি ভালোবাসা জ্ঞাপন করেন জাপা নেতা আব্দুল আউয়াল সেলিম।
এসময় মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,লাল মিয়া লাল্টু,মমিনুল ইসলাম রুবেল,সাব্বির হোসেন বিল্লাল, শাহজাহান
,মোহাম্মদ সেলিম ঢালী,সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক পরানগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফ সরকার, সদস্য সচিব আবজাল হোসেন হারুন, যুগ্ন আহবায়ক মকবুল হোসেন, রমজান আলী, কাওছার আহমেদ, হুসাইন মোহাম্মদ সরোয়ার সরকার প্রমুখ।
আব্দুল আউয়াল সেলিম বলেন, একুশের অবিনাশী চেতনা আমাদের স্বাধিকার ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম অনুপ্রেরণা জুগিয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামে সাহস ও শক্তির অনন্য উৎস ছিল আমাদের গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন সারাবিশ্বে ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিজয়ের প্রতীক হয়ে থাকবে।