ডিএমপির ৩ থানার ওসিকে বদলি

মোঃ রাসেল সরকার//
রাজধানীর উত্তরখান, কামরাঙ্গীরচর ও বনানী থানার তিন ওসিকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার (২০ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলির আদেশে বলা হয়, ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) কাজী আবুল কালামকে উত্তরখান থানার ওসি, কামরাঙ্গীচর থানার পরিদর্শক (তদন্ত, নিরস্ত্র) মোহাম্মদ মোস্তফা আনোয়ারকে একই থানার ওসি, কামরাঙ্গীচর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমানকে বনানী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে উত্তরখান থানার ওসি মোহাম্মদ আব্দুল মজিদকে ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগে ও বনানী থানার ওসি মোহাম্মদ নূরে আযম মিয়াকে গোয়েন্দা-সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে বদলি করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *