রাজধানী ভাটারা স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

মোঃ রাসেল সরকার//
রাজধানীর ভাটারা থানার ছোলমাইদ এলাকায় পারিবারিক কলহের জেরে বন্যা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় তার স্বামী সুজনও আত্মহত্যার চেষ্টা করেন।

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক বলেন, ভাটারা ছোলমাইদ এলাকায় এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় গুরুতর আহত নিহতের স্বামী সুজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ওই নারীর মরদেহ বর্তমানে ঘটনাস্থলে আছে। নিহত নারী গার্মেন্টসে চাকরি করতেন এবং আহত সবুজ রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের স্বামী আগে স্ত্রীকে হত্যার পর নিজেই গলা কেটে আত্মহত্যা চেষ্টা করেন। আমরা আশপাশের লোক মুখে জানতে পেরেছি ভেতর থেকে দরজা বন্ধ ছিল। পরে দরজা ভেঙে আহত সুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তার স্বজনরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *