ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন শিল্পপতি আইউব আলী ফাহিম

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:

একুশের চেতনা লড়াই সংগ্রামে অনুপ্রেণা যোগায় বলে জানিয়ে লতা গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান শিল্পপতি মোঃ আইউব আলী ফাহিম বলেন, শোক, শ্রদ্ধা আর ভালোবাসার আখরে লেখা আমাদের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অবিনাশী চেতনায় তাৎপর্যময় এই দিনে ভাষা আন্দোলনে বীর শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিনম্র শ্রদ্ধায় ভাষা আন্দোলনে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পূবাইল মাজুখানে লতা গ্রুপ অফ কোম্পানির নিজস্ব ভবনে সাংবাদিক দের এসব কথা বলেন তিনি।

আইউব আলী ফাহিম বলেন, মহান এই দিনে দেশের প্রতিটি নাগরিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাভাষীদের প্রতি জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশ্বের সকল ভাষাভাষী জাতিগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি।

তিনি বলেন, একুশের অবিনাশী চেতনা আমাদের স্বাধিকার ও স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠায় অসীম অনুপ্রেরণা যুগিয়েছে। মহান স্বাধীনতা সংগ্রামে সাহস ও শক্তির অনন্য উৎস ছিলো আমাদের গৌরবোজ্জল ভাষা আন্দোলন। বাহান্নর ভাষা আন্দোলন সারা বিশ্বে ভাষা ও সংস্কৃতি রক্ষায় বিজয়ের প্রতিক হয়ে থাকবে। 

তিনি আরও বলেন, অহংকারের একুশে মানেই, মাথা নত না করা। মহান ভাষা আন্দোলন আমাদের মাথা উচুঁ করে অধিকার আদায়ের সংগ্রামে অনুপ্রেরণা যোগায়। একুশের চেতনা লড়াই সংগ্রামে অনুপ্রেণা যোগায় অসীম সাহসে। বিশ্বের প্রতিটি মানুষের অধিকার সমুন্নত রাখার সংগ্রামে আজীবন উৎসাহ যোগাবে আমাদের মহান ভাষা আন্দোলন।

আইউব আলী ফাহিম বলেন, মায়ের ভাষার জন্য জীবন দেয়ার অহংকারের ইতিহাস শুধুই আমাদের। তাই বাহান্নর ভাষা আন্দোলনে আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অমর একুশে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *