January 15, 2025, 8:04 am
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় ১০টি মামলায় মোট ৩৭,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ।
২০ ফেব্রুয়ারী (সোমবার ) বেলা১২ টার সময় এই জরিমানা করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৯ ধারায় বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকায়,দোকানের নির্দিষ্ট সীমানার বাইরে মালামাল রাখায় জনসাধারণের চলাচলে বাধা তৈরি করাসহ বিভিন্ন ধারায় এই জরিমানা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন পানছড়ি ৬নং ওয়ার্ডের মেম্বার আসিফ করিমসহ প্রমুখ।
এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ বলেনঃসরকারের আইন মেনে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চালাতে হবে।নয়তো আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।