গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বাল্যবিবাহ নিরোধ বিধিমাল-২০১৮, জেন্ডার সমতা ও শিশু অধিকার বিষয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় ঢাকা আহছানিয়া মিশন এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের জেলা সমন্বয়কারী কবির উদ্দিন বক্তব্য রাখেন

এ ওরিয়েন্টেশনে সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, বাদল সাহা, একরামুল কবীর, সৈয়দ আকবর হোসেন, মুন্সী মোহাম্মদ হুসাইনসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম ওরিয়েন্টেশনে জেন্ডার ধারনা, শিশু সরক্ষা, বাল্যবিবাহ নিরোধ আইন, নিরোধ বিধির উপর আলোচনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *