বেতাগীতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের বহিস্কার আদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বেতাগীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ ফ্রেরুয়ারি) বিকাল ৫ টায় রফিকুল ইসলামের অনুসারীদের আয়োজনে উপজেলা ছাত্রলীগের ব্যানারে বেতাগী সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলট বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বঙ্গন্ধু স্কোয়ারে এক প্রতিবাদ সমাবেশ কর।

উপজেলা ছাত্রলীগের নেতা মাঈনুল ইসলাম, সুমন হাওলাদার, হোসনাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিবব বয়াতী ও কলেজ ছাত্রলীগের নেতা মেহেদী হাসান, সভায় এদিকে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যখলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামকে বহিস্কার করা হয়েছে।

সভায় ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার, অপপ্রচার ও তদন্ত সাপেক্ষে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের বহিস্কার আদেশ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি বক্তারা জোর দাবি জানান।

শনিবার ১৮ ফ্রেরুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দা দিয়ে এলোপাথারী কোপায় ও রড দিয়ে বেদম প্রহার করে আহত করে। এ ঘটনা বিভিন্ন গণমাধমে প্রচারিত হওয়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের নজরে আসে। এ প্রেক্ষিতে রফিকুল ইসলামকে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজউল কবির রেজা বলেন, বেতাগী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের উপর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলামের হামলার সম্পৃক্তার আভিযোগ উঠলে এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছ্ ে। শনিবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত ছাত্রলীগের এক জরুুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রফিকুল ইসলামকে বহিস্কার ঘোষনা দেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *