বিরামপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপনের লক্ষ্যে এডভোকেসি সভা অনুষ্ঠিত

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২০ ফেব্রুয়ারি -২০২৩) উপলক্ষে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসনাত রবিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পঃ পঃ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. তাহেরা খাতুন, শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, ওসি সুমন কুমার মহন্ত, প্যানেল মেয়র আবুল আজাদ বকুল, সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক, এনজিও ফোরামের সভাপতি এনামুল হক প্রমুখ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. শামসুজ্জামান সরকার সবুজ।

মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মাসুদ রানা জানান, সোমবার (২০ ফেব্রুয়ারি) একদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১৬৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১টি স্থায়ী কেন্দ্রে এ কর্মসূচি চলবে। ক্যাম্পেইন উপলক্ষে উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৩৫ শিশুকে একটি করে নীল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ হাজার ৬৮০ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় অন্যান্য চিকিৎসক, স্থানীয় সাংবাদিক, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *