চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি বলেছেন, বর্তমান সরকার দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতি চালু করেছে।
ফলে বিশ্ব এখন জনগণের হাতের মুঠোয়। তিনি বলেন, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যেকটি প্রতিষ্ঠান এখন ডিজিটাল পদ্ধতি চালু হওয়ার পর দেশের জনগণ এখন ঘরে বসে অনেক সুবিধা ভোগ করতে পারছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোরবার সকালে বাঘা উপজেলার ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন।
বাঘা উপজেলা পরিষদের আয়োজনে ও বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু।
এ ছাড়া আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী সহ উপজেলার বেশ কয়েকটি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও কম্পিউটার বিতরণ করেন।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।

Leave a Reply