পাথরঘাটায় বেপরোয়া গতির মোটরবাইক কেড়ে নিল এক বৃদ্ধর প্রাণ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ
আজ রবিবার ১৯ ফেব্রুয়ারী পাথরঘাটা পৌরশহরের হাসপাতাল রোডে বেপরোয়া মোটরবাইকের ধাক্কায় জালাল হাওলাদার(৫৫) নামক এক পথচারী প্রাণ হারিয়েছে বলে জানাগেছে।

বিকেল সাড়ে ৪টার দিকে জালাল হাওলাদার ইব্রাহিম সড়কের সংলগ্ন স্থান থেকে হাসপাতাল রোড পার হচ্ছিলেন। এসময় একটি মোটরবাইক বেপরোয়া গতিতে এসে তাকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পরে। পরে তাকে বরিশাল নেয়ার পথে মারা যায় বলে তার ছেলে জসীম ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় ।
খবর পেয়ে থানাপুলিশ ২ নং ওয়ার্ডস্থল জালালের বাসায় ছুটে আসে। এ রিপোর্ট লেখার সময় পুলিশ ঘটনার খোঁজখবর নিতে দেখা গেছে।

অমল তালুকদার।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *