গোলাম মোস্তাফার ‘ঐতিহ্যের কথকতা”বইয়ের মোড়ক উন্মোচন

সুমন খান:

পুরনো দিনের হারিয়ে যাওয়া ঐতিহ্যে নিয়ে গোলাম মোস্তাফার লেখায় ঐতিহ্যের কতকথা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

গতকাল বিকেল রোববার (১৯ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উন্মোচন মঞ্চে বিকেল ৪টায় ,প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাক্সি এবং বিশেষ অতিথি ছিলেন, একুশে পদক প্রাপ্ত কবি আসলাম সানি।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী,সাংবাদিক ও সাহিত্যক গোলাম কাদের , বাংলাদেশ গণমাধ্যম কর্মী অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন মোল্লা, হুমায়ুন রহমান (আপন প্রকাশ ও প্রকাশনা), সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা মো.শাহ্ আলম,মো. ইমন হোসেন স্টাফ রিপোর্টার দৈনিক আমার সময়, আশ্রয় প্রতিদিন ও দ্যা প্রেস জার্নাল সিনিয়র রিপোর্টার সুমন খান,ও দৈনিক মানবজমিন স্বরূপকাঠি প্রতিনিধি এস এম সায়েম প্রমূখ।

বক্তারা লেখক সম্পর্কে বলেন, লেখার মত আন শুদ্ধ অনেক ভালো তার অনেক আগে থেকেই ভালো লেখে মনে হয়,

কিন্তু প্রকাশের কোনো আগ্রহ তার কখনই ছিল না। জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন সাংবাদিকতার মাধ্যমে । তার লেখার মধ্যে সারল্যতার প্রাধান্যটাই বেশি।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক বলেন,আধুনিকতার ছোয়ায় হাজার বছরের ইতিহাস ঐতিহ্য যাতে হারিয়ে না যায়,তরুন প্রজন্মের কাছে উপস্থাপন করলাম।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *