লালমোহনে রাতের আধারে বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের লেলিয়ে দেওয়া আগুনে ঘরে থাকা মোটরসাইকেল ও সকল আসবাব পত্র
আগুনে পুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়।

লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড তারাগঞ্জ হিম্মত আলী মাতব্বর বাড়ির আব্দুল মালেক মিয়ার ঘরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী আবদুল মালেক মিয়া অভিযোগ করে বলেন, আমি লালমোহন উপজেলা কৃষকলীগের সদস্য এবং সাবেক চরভূতা ইউনিয়নের কৃষকলীগের সভাপতি হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছি।

আব্দুল মালেক মিয়া জানান, গত ১৮ ফ্রেব্রুয়ারী শনিবার রাত ১২ টার পরে স্থানীয় সালিশি শেষ করে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এরপর হঠাৎ করেই পার্শ্ববর্তী ঘরের বাদশা মিয়া দরজা মেলে দেখে কারা যেন দৌড়ে পালিয়ে যাচ্ছে আর আমার ঘরের জানালা দিয়ে দাউদাউ করে আগুন জ্বলছে।
তখন আমার ডাক চিৎকার করে পরিবারের লোকজন ও স্থানীয়রা ছুটে আসে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কারা আগুন দিয়েছে আমি দেখিনি, আর যারা আগুন দিয়েছে তারা অবশ্য’ই আমাদের ক্ষতি করতে চেয়েছিল এবং দুর্বৃত্তরা আমাদের ব্যাপক ক্ষতি করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *