আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপি-জামাত অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য, ষড়যন্ত্র এবং অপরাজনীতির বিরুদ্ধে শান্তি মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়েছে।
জানা গেছে, ১৮ ফেব্রুয়ারী শনিবার রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সম্পাদক জননেতা আব্দুল ওয়াদুদ দারার নেতৃত্বে একটি বিশাল শান্তি মিছিল
নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে
রানীবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশের মধ্যদিয়ে সম্পন্ন হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মর্জিনা পারভীন, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি ও সম্পাদক মাহাবুর রহমান মাহামপ্রমুখ।
রাজশাহী আওয়ামী লীগের শান্তি মিছিল

Leave a Reply